Monday, May 27, 2019

প্রেমে ব্যাথা পাওয়ার পর প্রেমিকরা কবিতে পরিণত হলে কি কবিতা লিখতে পারে দেখেনিন


Preme dhoka khaya manusher chintavabna
প্রেমে ধোঁকা খাওয়া মানুষের চিন্তাভাবনা

pagol premik,love quotes,romantic quotes,romantic quotes for girlfriend
romantic quotes for girlfriend

First love

সব কিছু টাকা দিয়ে কেনা গেলেও সময়কে কেনা যায়না
বিপদ না এলে সত্যি কারের বন্ধুকে সত্যিই চেনা যায়না
অনেকে ভালোবাসার মানুষটাকে কাছে পাই
আবার অনেকে গভীর বিরহ যন্ত্রণা সহ্য করেও পাইনা
তবে হাজার চেস্টা করলেও জীবনের প্রথম প্রেম কিন্তু
 ভোলা যায়না।
romantic quotes for girlfriend,love poem,love game
romantic quotes for girlfriend


Break up

একটি মেয়ের সাথে ব্রেক আপ পর যদি অন্য একটি মেয়েকে দেখে মনে ভালোবাসার উৎপ ত্তি হয়
তাহলে আগেরটা ভালোবাসা ছিলনা ছিল শুধুই অভিনয়
কারণ ভালোবাসলে প্রথম জনকে দ্বিতীয় জন পারতোনা
ভোলাতে তোমার মনকে।


love,heart,shayari,bengali quite
romantic quotes for girlfriend

End love


তোমার বিরহ যন্ত্রণা আমার হৃদয় কিনারে সোমুদের ঢেউ এর মত আচড়ে পরছে
তোমার অপক্ষায় কাটানো প্রতিটা মুহূর্ত এখন আমার বহু যুগ বলে মনে হচ্ছে  
আর পারছিনা পারছিনা আর অপেক্ষা করতে
এবার জীবনের প্রতিটা রাত চাই তোমাকে জড়িয়ে ধরতে।
copule love,heart,love bird
romantic quotes for girlfriend

End love

সমুদ্রে ডুবে আছি কিন্তু কাঁদতে পারছিনা
ভুলে যাওয়ার চেস্টা করছি কিন্তু ভুলতে পারছিনা
আমার চোখের জল আমার বিরহ যন্ত্রনার ফল
আটকানোর চেস্টা করছি কিন্তু আটকাতে পারছিনা।
love,poem,love life
romantic quotes for girlfriend

Love game

আবেগের বসে অল্প বয়সে করছে যারা বিয়ে
অতীতকে খুব মিস করবে ভবিষ্যতে
চেষ্টা করলেও পারবেনা আসতে সব ছেড়ে দিয়ে
কারণ তখন অনেকটা পথ গেছে সে এগিয়ে।


prem,love story,quite,love artical
romantic quotes for girlfriend

Love life

হয়তো অতীতের সব কাহিনী একদিন ধ্বংস হয়ে মন নতুন ঠিকানা খুঁজে পাবে
বার বার আমার দিকে তাকিয়না অতীতকে ভুলে হৃদয় তোমাকে ভালবাসতে বাধ্য হয়ে যাবে
তোমার ওই নীল পদ্ম চোখে ফুলের তোড়া মুখে গোলাপ পাপড়ি ঠোঁটে যে অপরূপ সৌন্দর্য আছে তোমার একটা ইসারায় আমার মতো হাজার ছেলে পেয়ে যাবে
কিন্তু এই শেয়ারের একটা শায়ারি মনে গেঁথে গেলে চেষ্টা করেও মন থেকে বের করতে পারবেনা আমার মন তোমার মনেই রয়ে যাবে।

ভগবানের বাসস্থান আমাদের এই হিন্দুস্থান

সত্যিই যদি আপনি কোনোদিনও কাউকে মন থেকে ভালোবেসে থাকেন এবং নিজের প্রিয় মানুষটিকে কাছে না পাওয়ার যন্ত্রণা অনুভব করে থাকেন এবং তাঁর বিরহে অজস্র না হোক এক বিন্দুমাত্র অশ্রু ঝরিয়ে থাকেন তাহলে আমি নিশ্চিত, আপনি আপনার জীবনে আসা প্রথম প্রেমকে এখনও ভুলতে পারেননি।


জানি এমন অনেক মানুষ আছেন যারা হয়ত ভালো কোনো চাকরি করছে বা সুখে শান্তিতে সংসার করছেন, তবে আমি নিশ্চিত তারও সাংসারিক জীবনে এমন কিছু সময় পার করেছে, যেই সময়ের কিছু কিছু মুহূর্তে না চেয়ও সুদূর অতীতে ফেলে আসা জীবনের প্রথম ভালবাসার মানুষটির সাথে কাটানো দিনগুলি মনে পরে গেছে।


 আজ সেই ছেলে, সেই মেয়েটিও সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে যারা একদিন পড়তে গিয়ে  চোখের ইশারায় একে অপরকে ভালোবাসার কথা বলতো। এইভাবেই তাদের জীবনের কয়েক মাস কেটে যাই একে অপরের দিকে দেখে এবং সুন্দর মুক্তঝর্নাসম মিষ্টি হাসি হেসে। এইভাবেই সময়ের সাথে সাথে তাদের একে অপরের মধ্যে কথা বার্তা শুরু হয়, প্রেম ধীরে ধীরে আরো গভীর হয়।


তারা দুজনে পরতে এসে কোনোদিন সিনেমা দেখতে যেত আবার কোনোদিন পরতে যাওয়ার নাম করে দুজনে দুজনার হাতে হাত রেখে পার্কে ঘুরে বেড়াতো। তারা আইস্ক্রিম খেতো, ফুচকার দোকানে গিয়ে একে অপরকে ফুচকা খাইয়ে দিত। আর সমস্ত প্রেমিক প্রেমিকার মত তারাই কফি শপ এ গিয়ে একটি কাপে দুটি পাইপ দিয়ে কফি খেতো।


এইভাবেই নানান সরণীয় মুহূর্তের মধ্যেই তাদের জীবন সুখে শান্তিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন ঘটনাচক্রে মেয়েটির বাড়িতে তাদের সম্পর্কের কথা জানতে পেরে, মেয়েটির বাড়ি থেকে জোর করে তার বিয়ে দিয়ে দেওয়া হয়।


এই ঘটনার পর মেয়েটির সাথে কোনো যোগাযোগ করতে না পেরে, অনেক চোখের জল ঝরিয়ে, পাগলের মতো ঘুরে বেড়িয়ে, অনেক গুলো বছর মেয়েটির ফিরে আসার পথ চেয়ে অবশেষে ছেলেটিও বিয়ে করে ন্যায়।


সময় এইভাবেই নানান পরিস্থিতির মধ্যে দিয়ে আগতে থাকলো। দেখতে দেখতে প্রায় ৪০ বছর কেটে গেলো তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। আজ স্কুল লাইফের অল্প বয়সি ছেলে মেয়ে দুটো দাদু ঠাকুমা হয়েছে, তাদের নতি নাতনি হয়েছে। আজ তারা অতীতের সব কিছু ভুলে সুখে শান্তিতে সংসার করছে।


কিন্তু আমি নিশ্চিত তাদের একে অপরের কথা আজও মনে পড়ে কফির কাপে চুমুক দেওয়ার সময়, ফুচকার দোকানে ফুচকা খায়ার সময়। আমার দৃঢ় বিশ্বাস অতীতে কাটানো প্রতিটা মুহূর্ত তাদের আজও মনে পড়ে, আজও সেই হারানো স্মৃতি গুলো তাদের কষ্ট দেয়।


তবে হয়তো আমার মত তারাও বিশ্বাস করে যে,  হৃদয়ের সাথে যুক্ত হয় যে  ভালোবাসা তার কখনো মৃত্যু হয় না আর হাজার চেষ্টা করলেও জীবনের প্রথম প্রেম কিন্তু ভোলা যায় না।


গুরুদেব (অরিজিৎ সিং)

প্রস্তাব

ফেসবুক এ তে প্রথম দেখা
হোয়াটস অ্যাপ এ প্রেম
প্রেমের নামে হচ্ছে খেলা
নিত্য নতুন গেম
অনলাইন এ প্রপোজাল (প্রস্তাব) আসবে
অনলাইন এ সেক্স
বেকারদের ভাগ্যে জুটবে
অন্যের ইউজ করা এক্স (প্রাক্তন)

love couple, love birds
love couple

সুচন্দ্রারার নেশা

সুচন্দ্রারার বিরহে লিখছি কবিতা হয়েছি আমি কবি
সুচন্দ্রারার হৃদয় সৌন্দর্যে ফ্যাকাশে দীপ্ত রবি
সুচন্দ্রারার মুক্ত ঝর্না হাসিতে আছে প্রেমের ছবি
প্রসংসার কতটা ঊর্ধ্বে সুচন্দ্রা সেটাই শুধু ভাবই

সুচন্দ্রারার নয়ন প্রস্ফুটিত নীল পদ্মের মতো
ফেললে সুচন্দ্রা আঁখির পলক রাজহাঁস খেলে শত
চন্দ্রমল্লিকা পুষ্প যেন সুচন্দ্রারার ঠোঁটে কত
সুচন্দ্রারার ভ্রমর আঁখি করে আমার হৃদয়কে ক্ষত

সুচন্দ্রারার কন্ঠে আছে যেন কৃষ্ণের বাঁশির সুর
শুনলে আনন্দে নৃত্য করে বৃষ্টিতে ময়ূর
সুচন্দ্রারার হৃদয়ের গভীরতা চন্দ্রের চেয়েই দূর
ছাড়লেও সুচন্দ্রা নেশা আমার এখনো ভরপুর

love couple,boyfriend girlfriend love
love couple

পৌলমির সৌন্দর্য      

পৌলমির অঙ্গ সৌন্দর্যে হয়েছি আত্নহার
পৌলমির রূপে খসে পরে হাজার কোটি তারা
পৌলমির রূপের মাধুর্য এখনো বুজতে পারেনি যারা
সারা পৃথিবী খুজলেউ পাবেনা এমন ধ্রুবতারা

এখনো পর্যন্ত যাদের প্রেমে পৌলমি দিয়েছে সারা
তাদের থেকেই রচিত হবে অমর প্রেমের ধারা
মুখখানি তার রজনীগন্ধা হাজার ফুলের তোরা
দেখলে তার নয়নখানি লাগে গোলাপ জোড়া

পৌলমি দিলে বেলফুল মাথাই লাগে বিশ্বসেরা
অনেক প্রেমিক পড়েছে জানি পৌলমির রূপে মারা
ফুলের মতোই কোমল জানি পৌলমির মনও প্রাণ
সুন্দরের চেয়েই সুন্দর তার ঝুমকো ভরা কান

পৌলমির প্রেমের পথে গেলে যায়না যে আর ফেরা
কারণ সে যে বাগানে থাকা পুষ্পের চেয়েই সেরা
পৌলমির হাতের ছোঁয়ায় আছে কোমল আভাস জানি
পৌলমি আমার সপ্নে দেখা রাজপ্রাসাদের রানী

পৌলমি যখন সপ্নে আমার রাধা হয়ে আসে
আমিও শ্যাম হয়ে বাঁশি বাজায় বসে পাশে
আরও যখন কাছে আসে শুনে বাঁশির সুর
ভাবই সপ্নে কাছে আসে বাস্তবে কেনো দূর

যাদের কাছে গান একমাত্র আশা, গান জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা আর গান মনেই গিটার। তাই গিটার প্রেমীরা অবশ্যই গিটার প্রেমী কবিতাটা পাঠ করুন ভালো লাগবে।

সারমিন পাগল প্রেমিক

ভালোবাসি কল্পনাতে আঁকতে সারমিনের ছবি
সারমিনের মতোই উজ্জ্বল এই সুপ্রভাতের রবি
চন্দ্রসম লাগে আমার সারমিনের মুখখানি
সারমিনের নয়ন তারাই  আছে অমর প্রেমের বাণী

ঝরনাসম সুন্দর ওই সারমিনের অশ্রুধারা
শাড়ি পরে এলোচুলে সারমিন ধ্রুবতারা
সারমিন আমার চোখের মণি সারমিন এক মায়া
যেদিকে তাকাই দেখি শুধুই সারমিনের আমি ছায়া

আরো বেশি সুন্দর সারমিনের এলোচুলের হওয়া
সারমিনের হাসিতে আছে এক ভুবন ভোলানো মায়া
মুখখানি তার রজনীগন্ধা হাজার ফুলের তোরা
দেখলে তার নয়নখানি লাগে গোলাপ জোড়া

সারমিন দিলে বেলফুল মাথাই লাগে বিশ্বসেরা
অনেক প্রেমিক পড়েছে জানি সারমিনের রূপে মারা
ফুলের মতোই কোমল জানি সারমিনের মনও প্রাণ
সুন্দরের চেয়েই সুন্দর সারমিনের ঝুমকো ভরা কান

সারমিনের প্রেমের পথে গেলে যায়না যে আর ফেরা
কারণ সে যে বাগানে থাকা পুষ্পের চেয়েই সেরা
সুন্দর পুষ্প স্পর্শ করলে ভলেনা যেমন কেহ
গোলাপ ফুলও সারমিনের স্পর্শে হারাই নিজ দেহ

জাদু দিয়ে ভরা ওই সারমিনের হাতের স্পর্শ
সারমিনের চরণ যুগলের কাছে পুরনো নতুন বর্ষ
সারমিনের কন্ঠে আছে যেনো কোকিল কন্ঠি সুর
সারমিনের হৃদয়ের গভীরতা সমুদ্রের চেয়েই দূর

অনেক ফুলই পড়েছে জানি সারমিনের রূপে মারা
আমিও তাদের মতোই একজন প্রেমিক আত্বহারা
সারমিনের হাতের ছোঁয়ায় আছে কোমল আভাস জানি
সারমিন আমার সপ্নে দেখা রাজপ্রাসাদের রানী

সারমিন হয়তো রাখবেনা আমায় হৃদয় কিনারাতে
না রাখলেও জীবন কাটাব সারমিনের অপেক্ষাতে

ডিজিটাল সমাজে অনলাইনে জন্মদিনের শুভেচ্ছা সুপ্রভাত শুভরাত্রি জানাবেন কিভাবে?

কেনো আসো যন্ত্রণা দিতে

তুমি আসো আবার চলে যাও। চলেই যদি যাবে তবে কেনো আসো যন্ত্রণা দিতে এই মনে। তোমার জন্য খুব কষ্ট হয়।দু চোখ জলে ভিজে যাই। রাত দিন শুধু তোমার কথায় মাথাই ঘুরে। তোমাকে কাছে রাখার কত চেষ্টা করি। কিন্তু পরিস্থিতি সরিয়ে দেয় তোমায় দূরে। আগেও তো এসেছিলে, তখনও পরিস্থিতি তোমায় আমার জীবন থেকে দূরে জড়িয়ে দিয়েছিল। তাহলে কেনো আমার জিবনে বারবার ফিরে আসো আর কেনোই বা দূরে রে যায় এই মনে কষ্ট দিয়ে। বারবার কেনো আমাকে কাঁদিয়ে চলে যাও।

আজ আবার সেই একই পরিস্থতির মুখোমুখি হয়েছি। জানত এখন তোকে স্পর্শ করে কষ্ট বুকটা ফেটে যায়। যখন তোমায় গানের সুরে নিজের কণ্ঠে নিয়ে আসি তখন নিজের প্রতি খুব রাগ হয়। শুধু বারবার একটাই কথা মনে হয়, তুমি যখন আগে আমার জিবনে এসেছিলে তখন তোমায় ত্যাগ করে জীবনের সব থেকে বড় ভুলটা করেছিলাম আর সেই ভুলের শাস্তি হয়ত তোমার দেওয়া বিরহ যন্ত্রনা। জানো তো মাঝে মাঝে মনে হয় তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাই। নিজের পায়ে দাঁড়াই, ভালো কোনো কাজ করে সুখে শান্তিতে সংসার করি। কিন্তু তোমাকে ছাড়া সুখ অনুভব আমার পক্ষে যেনো একটা অসম্ভব কার্য সাধন।

পিংকির প্রেমে পাগল হয়ে এক বিরহ কাতর প্রেমিকের লেখা কবিতা

আজ তুমি আমাকে ছেড়ে জলে গেছো ঠিকই কিন্তু আমার স্থির বিশ্বাস, আমি তোমাকে যতটা ভালোবাসি তুমিও আমাকে ঠিক ততটাই ভালোবাসো। তবে পরিস্থিতি আমাকে যেখানেই নিয়ে যাক না কেনো, কোনোদিনও ভুলতে পারবোনা তোমার সেই কাজল চোখ, আমার দুঃখে তোমার পাওয়া শোক। তোমার লক্ষ্য গোলাপ পাপড়ি সমৃত ঠোঁট, ভুলতে পারবোনা তোমার চোখ থেকে নিঃসৃত জল দেখে আমার শরীরে চোট। তুমি যখন আমার সাথে গলা মেলাতে ভুলতে পারবোনা তোমার গলার সুর, কোনোদিনও ভুলতে পারবোনা আমার হাতে হাত রেখে তুমি হেঁটেছিল বহুদূর।

আজও ভুলতে পারিনি তোমার সেই ঘনও কালো এলোচুলে হাওয়া, ভুলিনি আজও তোমার চোখের তারাই ছিল ভুবন ভোলানো মায়া। ভুলিনি আজও তোমার হাতের সেই আদর মেশানো আভাস, এখনও প্রতি মুহুর্তে মনে পরে তোমার সাথে কাটানো সেইসব মাস। হয়ত তোমার সাথে ৫ বছর বা ১০ বছর দেখা হলেও হতে পারে কোনো এক রাস্তায়। তবে সেদিনও তুমি দেখবে আমার তখনও তোমার জন্য অপেক্ষারত।

তুমি আমাকে আর কষ্ট দিওনা দয়া করে আমার জিবনে ফিরে আসো, তোমায় ছাড়া আমার জিবনে যে এখন আমৃতুর দুঃখের তপস্যা।



                          প্রীতম কুমার

No comments:

Post a Comment

যদি কোনো ব্যক্তি নিজের প্রিয় মানুষটিকে নিয়ে কবিতা লেখাতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলুন আমি আমার সার্থ অনুযায়ী আপনার হৃদয়স্পর্শী আবেগানুভূতি সম্মৃত কবিতা লেখার আপ্রাণ চেষ্টা করব।

ব্লগার এ নতুন এসেছি আপনাদের বন্ধু PK
ভালো লাগলে কবিতা আমার
শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন লিখে।

আমার লেখা অন্যান্য কবিতাগুলি পরবেন আশা করছি আপনার খুব ভালো লাগবে।