Hindu Muslim Bhai Bhai
"আমি একটি ধর্ম একটি জাতে বিশ্বাসী সেটা হলো মানবধর্ম মানব জাতি"Hindu-muslim-manob-dhormo |
ভারত আমার আপনজন
কেহ নয় পর।
করলে সেবা ভারতবাসীর
সইতে হবে ঝড়।
সইতে হবে ঝড় তোমায় কি হয়েছে তাতে
সাহস করে এগিয়ে যাও ভেদ বিভেদ না করে জাতে।
কার কি ধর্ম জাত কি হবে তা জেনে
কর্ম যে ভালো করে মানুষ তাকে চেনে।
স্বামীজি হিন্দু ছিলেন জানি মুসলিম আবদুল কালাম
তবুও সব ধর্মের মানুষ করেন তাঁদের সালাম।
অমর হয়েছে আজকে তারা মানব সেবা করে
তুমিও পারবে এগিয়ে যাও তাঁদের স্মরণ করে।
ভুলেছি আমরা মানুষকে আজ করতে নিজেকে সুখী
রাজনীতি করতে করতে হয়েছি যুদ্ধ মুখী।
৩৩ কোটি দেবতা আছে জানি হিন্দু ধর্মে
দেবতাদের দেবতা আছেন শুধুই মানবধর্মে।
যুদ্ধ থেকে বিরত হয়ে কর মানব সেবা
কেউ না পাশে থাকলেও তোমার থাকবেন দেবাদিদেবা।
মানব ধর্ম কাকে বলা হয়?
আধ্যাত্মিক শক্তি দ্বারা নির্মিত সমস্ত ধর্মই হল পৃথিবীর শ্রেষ্ট ধর্ম। ধর্ম হলো আত্মার সাথে পরমাত্মার মিলন। সমস্ত ধর্মই মানুষকে সত্য, শান্তি, প্রেম এবং মুক্তির পথে পরিচালিত হওয়ার বাণী শোনায়। পৃথিবীর সমস্ত ধর্মের শেষ কথাই হল মানব ধর্ম। সুখ চাও, শান্তি চাও পাবে, নিজের কথা না ভেবে অন্যের সুখের কথা ভাবতে হবে। বাঁচতে হবে অন্যের জন্য। অন্যের সুখের জন সর্বদা ত্যাগ স্বীকার করতে হবে।
যারা নিজের ধর্মকে শ্রেষ্ট প্রমাণ করার জন্য দ্বন্দ্ব করে, তার নিয়ের অজান্তেই নিজের ধর্মকে অপমান করে। যারা ধর্মের জন্য খুনোখুনি করেন, তারা ধর্মের শুভাকাঙ্ক্ষী নন। বরণ তারাই নিজ ধর্মের সবচেয়ে বড় শত্রু।
কারণ হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম বা পৃথিবীর যেকোনো ধর্ম বলেনা যে, একে অপরের সাথে দ্বন্দ্ব করতে। বরং সব ধর্মের মূল কথাই হলো শান্তি। সব ধর্ম গ্রন্থই শান্তির বার্তা বহন করে। কিন্তু ধর্ম গ্রন্থ পাঠ না করা কিছু অশিক্ষিত ব্যাক্তির কারণেই পৃথিবী জুড়ে এত দ্বন্দ্ব, খুনোখুনি। তবে শুধু অশিক্ষিত নয় অনেক শিক্ষিত ব্যাক্তির মূর্খ আচরণেও দ্বন্দ্ব হয়ে থাকে। তবে সত্যিই কি! সারা বিশ্ব জুড়ে ধর্মের যে ব্যাখা আছে, সেটাই পৃথিবীর শ্রেষ্ট ধর্ম? হ্যাঁ সব ধর্মই শ্রেষ্ট, সমস্ত সাধারণ মানুষের কাছেই।
পৃথিবীতে মানুষের জীবন যাপনের দিক নির্দেশনা এবং শান্তির বানী নিয়ে যুগে যুগে বিভিন্ন ধর্মের আগমন ঘটেছে।
ইব্রাহামীয় ধর্মসমূহ
খ্রিস্ট ধর্ম, ইসলাম, ইহুদি ধর্ম, বাহাই ধর্ম
ভারতীয় ধর্মসমূহ
জৈন ধর্ম, বৌদ্ধধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম
চৈনিক, কোরীয়, জাপানি ধর্মসমূহ
তাও ধর্ম, শিন্তো ধর্ম, কনফুসীয় ধর্ম
তবে পৃথিবীর সমস্ত ধর্মের উপর একটি ধর্ম আছে সেটা হল "মানব ধর্ম"। মানুষ সর্বদাই নিজের ধর্মের বরাই করে। সুখ চান, শান্তি চান দ্বন্দ্ব হীন পৃথিবী চান তাহলে নিজ ধর্মের বড়াই করা বন্ধ করুন। মানব ধর্ম কে অনুসরণ করে, নিজেকে সততার পথে পরিচালিত করুন। মানুষের জন্য বাঁচুন। একটা কথা সবসময় মনে রাখবেন হিন্দু ধর্মের প্রচারক স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন "বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।"
অর্থাৎ আপনি যে ঈশ্বরকে পাওয়ার আশায় খুণখুনি, জাতে ভেদাভেদ করে চলেছেন, নানান রূপে সেই ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে আছে। অর্থাৎ ঈশ্বর সমস্ত প্রাণীর মধ্যে আছেন। তাই আপনি তখনই ঈশ্বর লাভ করবেন, যখন আপনি ঈশ্বরের সন্তানের সেবা করবেন আর ঈশ্বরের সন্তান বলতে শুধু মানব জাতিকে বোঝায় না বরং সমগ্র প্রাণীকূলকে বোঝায় অর্থাৎ পশু পাখি মানুষ সকলেরই সমানভাবে সেবা করতে হবে। কারণ আল্লা বা ভগবান কাছে সমস্ত প্রাণীই সমান। তাই আমাদের সব সময় একটি ধর্ম এবং একটি জাতে বিশ্বাস করা উচিত সেটা হলো মানব ধর্ম, মানব জাত। মানুষের জন্য বাঁচুন, নিজেকে মানব সেবায় বিলীন করে দিন।
জাত-পাত ধর্ম-দ্বন্দ্ব সব দিন ভেঙে
সকলে ভারত মায়ের সন্তান সকলকে নিন মেনে।
পৃথিবীর তথা ভারতের সকল মানুষ ভালোবাসুন সকলকে আপন করে নিন। হ্যাঁ এটা ঠিক কোনো মানুষই জন্মগত ভাবে মহা মানব রূপে আমাদের সামনে আসেননি। কঠোর পরিশ্রম, আধ্যাত্বিক জ্ঞান এবং মানব সেবার মাধ্যমে অনেক সাধারণ মানুষ আমাদের সামনে মহা মানব রূপে দেখা দিয়েছে। এখন মহা মানব কথাটির অর্থ কি? মহা অর্থাৎ মহান আর মানব কথাটির অর্থ হলো মানুষ অর্থাৎ নিজ মহান কর্মের দ্বারা মানুষকে সততার পথে পরিচালিত করে জগৎ সংসারের সকল প্রাণীর প্রতি যুগে যুগে উদারতার বাণী শুনিয়ে গেছেন যে মানব তিনিই হলেন পৃথিবীর শ্রেষ্ট অর্থাৎ মহা মানব।
ভারতবর্ষের অনেক মানুষ নিজ কৃতিত্বের জন্য জগৎ সংসারের কাছে মহা মানব রূপে পরিচিত। এই রকম একজন মহা মানব হলেন স্বামী বিবেকানন্দ। তিনি নিজের ধর্মের মাধ্যমেই সকল মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করেছিলেন। শিকাগোতে তার ধর্ম সম্মেলনে লক্ষ লক্ষ মানুষ তার বক্তিতা শুনতে আসেন। আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ একজন হিন্দু ধর্মীয় মানুষ।
তবুও কেনো ইসলাম ধর্মীয় মানুষ কিন্তু ওনাকে অবজ্ঞা করেননা, বরং শ্রদ্ধা-সন্মান করের। ঠিক একই ভাবে ভারতের 'মিসাইল মানুষ' ড. এ পি জে আব্দুল কালাম সারা বিশ্ব বাসীর মনে অমর হয়ে আছেন। আমাদের সকলের ধর্ম জাত যে একই, সকলেই যে ভারত মায়ের সন্তান তার প্রমাণ হলো তামিনাড়ুতে এ পি জে আব্দুল কালামের জন্মস্থান রামেশ্বরমের হিন্দু মন্দিরে থাকা আব্দুল কালামের মূর্তি।
তাই - নয় কোনো ভেদা ভেদ, নয় ধর্ম জাত
হিন্দু মুসলিম এগিয়ে চলো রেখে হতে হাত।
সকলে তো ভারত মায়ের সন্তান কিসের
জাত পাত।
আচ্ছা আপনি যখন কোনো ব্লাড ব্যাংক এ রক্তের খোঁজে জান, আপনি কি জিজ্ঞাসা করেন এটা কোন ধর্মের রক্ত! না বরং আপনি আপনার প্রয়োজনীয় গ্রুপের রক্ত নিয়ে আসেন। এইভাবে কত হিন্দুর রক্ত মুসলমানের শরীরে এবং কত মুসলমানের রক্ত হিন্দুর শরীরে প্রবেশ করেছে। যখন মা আমার আমাদের এক, রক্ত আমাদের এক তাহলে কিসের ধর্ম কিসের জাত।
তাহলে কি সকল মানুষের ধর্ম-জাত মেনে নিলেই মানব ধর্ম পালন করা হয়। না তা নয়! মানব ধর্ম মানে মানুষ আপনার কোন আচরনে কষ্ট পাচ্ছে এবং কোন আচরনে আনন্দিত হচ্ছে সেটা দেখাও আপনার কর্তব্য। মানে আপনার ওপর কোনো মানুষ কোনো খারাপ আচরণ করলে আপনি যেমন কষ্ট পাবেন ঠিক তেমনই আপনিও কোনো মানুষের প্রতি খারাপ আচরণ করলে সেও কষ্ট পাবে। যেমন ধরুন- আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎই ব্যাগ ভর্তি কিছু টাকা কুড়িয়ে পেলেন, সেই টাকা পেয়ে আনন্দিত হয়ে আপনি বাড়ি চলে যাবেন।
কিন্তু না এটা একদমই উচিৎ কাজ নয়। বরং এই ধরনের ঘটনা ঘটা মাত্রই আপনার মনে এইরকম অনুভূতি হওয়া দরকার যে, আমার যদি টাকা হারিয়ে যেত এবং সেটা যে পেতো সে যদি না টাকাটা আপনাকে ফিরিয়ে দিতো তাহলে আপনার কষ্ট হতো। এটা আপনার ভাবা উচিত যে তারও এখন ঠিক ততটাই কষ্ট হচ্ছে। আর এটাই মানবতা। যে কারণে আপনি কষ্ট পান সেই কারণেই অন্য কাউকে কষ্ট না দেওয়াই হলো মানবতা।
একইভাবে কোনো নারির ওপর কুদৃষ্টি দেওয়া আগে অবশ্যই আপনার মনে এই অনুভূতি আসা দরকার যে, যদি আপনার মা বা বোনকে কেউ কুদৃষ্টি দেখত তাহলে আমার কতটা কষ্ট হতো। আর যদি আপনার মনে এই অনুভূতি আসে তাহলে সেটাই হলো মানবতা, সেটাই আসল মানব ধর্ম পালন।
মানবতা মানে কি ? আমার স্ত্রীর ওপর কেউ কুদৃষ্টি দিলে তা আমার ভালো লাগবে না, সেইজন্যে অন্যের স্ত্রীর ওপর আমারও কুদৃষ্টি দেওয়া উচিৎ নয়। আমার মেয়ের উপর কেউ খারাপ দৃষ্টি দিলে তা আমার ভাল লাগবে না তাই আমারও অন্যের মেয়ের উপর দৃষ্টি দেওয়া উচিৎ নয়। কারণ নিজেকে এটা খেয়াল রাখতে হবে, যে আমি যদি কারোর মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখি তাহলে কেউ আমার মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখবেই। এটা খেয়ালে রাখতেই হবে, তাকেই মানব ধর্ম বলে। মানব ধর্ম মানে তোমার যা ভাল লাগে না তা অন্যের সাথে করবে না। নিজের যা পছন্দ নয় তা অন্যের সাথে কখনোই না করলে তারই নাম মানবধর্ম।
কখনো কোনো ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে যাবেন না। হয়ত কোনো ভিখারিকে ভিক্ষা দেওয়ার সময় আপনার মনে হতে পারে, এইভাবে সারাদিন ঘুরে ভিখারীরা অনেক টাকা রোজকার করে! দয়া করে এই ধরনের ভুল চিন্তা ভাবনা মনে এনে নিজেকে মহা পাপের ভাগীদার করবেন না।
কোনো মানুষ নিজের ইচ্ছায় ভিক্ষা করে না পরিস্থিতি তাকে বাধ্য করে। আর আপনি যেমন কাজ নানান সপ্ন নিয়ে, বড়ো বাড়ি বানাবেন, গাড়ি কিনবেন কিন্তু বিশ্বাস করুন এরা এইসব ভাবে না এরা শুধু ভাবে, আজ দুবেলা খেয়ে কাল আবার কিভাবে খাবার জোগাড় করবো।
দুহাত ভরে এদের সাহায্য করুন, কারণ এটাই হলো আসল মানব ধর্ম। আপনি যে গাড়ি, বাড়ি, টাকা পাওয়ার আশায় অস্থির হয়ে পড়েছেন, সেটা ক্ষণিকের মোহ। আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন নিজেকে বিলীন করে দিন মানব সেবায়। কারণ যে সুখ শান্তি আপনি মানব সেবায় পাবেন, কোটি টাকা অর্জন করলেও সে সুখ আপনি পাবেন না।
মানুষের জন্য মানুষ, করুন শুধুই কর্ম
এরই জন্য জন্ম সবার এটাই মানব ধর্ম।
মানব ধর্মের হাজার উদাহরণ দেওয়া যায়। তবে কারোর ধর্ম জাতে বিভেদ না, কোনো নারির ওপর কুদৃষ্টি না দিয়ে, সকলকে মানিয়ে নিয়ে জীবন যাপন করার নামই হলো মানব ধর্ম। আর সত্যিকারের মানব ধর্মের মূল কথা হলো তোমার যা আছে তোমার এবং আমার যা আছে সেটাও তোমার।
-প্রীতমকুমার
0 comments:
Post a Comment
যদি কোনো ব্যক্তি নিজের প্রিয় মানুষটিকে নিয়ে কবিতা লেখাতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলুন আমি আমার সার্থ অনুযায়ী আপনার হৃদয়স্পর্শী আবেগানুভূতি সম্মৃত কবিতা লেখার আপ্রাণ চেষ্টা করব।
ব্লগার এ নতুন এসেছি আপনাদের বন্ধু PK
ভালো লাগলে কবিতা আমার
শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন লিখে।
আমার লেখা অন্যান্য কবিতাগুলি পরবেন আশা করছি আপনার খুব ভালো লাগবে।